ঢাকা: সম্মিলিত ইসলামী ব্যাংক-এর পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) এ সভা অনুষ্ঠিত হয়।
ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. মোহাম্মদ আইয়ুব মিয়া সভায় সভাপতিত্ব করেন।
সভায় উপস্থিত পরিচালক রেজল্যুশনের আওতায় গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে অবহিত করা হয় এবং পরবর্তী কার্যক্রম গ্রহণের বিষয়ে সর্বসম্মতিক্রমে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক ড. হাফিজ আহমেদ চৌধুরী, সচিব, লেজিসলেটিভ ডিভিশন, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, পরিচালক মো. সাইফুল্লাহ পান্না, সচিব, প্রধান উপদেষ্টার কার্যালয়, পরিচালক জনাব মো. কামাল উদ্দিন, সচিব, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, পরিচালক মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী, সচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, অর্থ মন্ত্রণালয়, পরিচালক জনাব মোহাম্মদ রাশেদুল আমিন, যুগ্ম-সচিব, অর্থ মন্ত্রণালয় এবং পরিচালক শেখ ফরিদ, যুগ্ম-সচিব, অর্থ মন্ত্রণালয় উপস্থিত ছিলেন।
প্রথম সভায় পর্ষদের আমন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, ডেপুটি গভর্নর ড. মোঃ কবির আহাম্মদ, বিআরডি এর দায়িত্ব প্রাপ্ত নির্বাহী পরিচালক জনাব মো. রফিকুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেজল্যুশন ডিপার্টমেন্ট-এর পরিচালক-কর্মকর্তা এবং রেজল্যুশনের আওতাধীন ৫টি ব্যাংকের প্রশাসকরা উপস্থিত ছিলেন।
সভায় গভর্নর ড. আহসান এইচ মনসুর আমানতকারীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রেজল্যুশন কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
পর্ষদ গভর্নর মহোদয়ের সাথে একমত পোষণ করে এবং আমানতকারীদের স্বার্থ রক্ষায় সম্মিলিত ইসলামী ব্যাংক সর্বোচ্চ অগ্রাধিকার দেবে- এমন অঙ্গীকার ব্যক্ত করা হয়।