ঢাকা: অবশেষে কেটে গেল অমর একুশে বইমেলা আয়োজনের অনিশ্চয়তা। বাঙালির মননের উৎকর্ষতার প্রতীক একুশে বইমেলা শুরু হবে আগামী বছরের ২০ ফেব্রুয়ারি। এবারের বইমেলা হবে ২৪ দিন। অর্থাৎ ২০ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত।
বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে বাংলা একাডেমিতে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলা একাডেমি থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
এদিন একাডেমির শহিদ মুনীর চৌধুরী চৌধুরী সভাকক্ষে ২০২৬ সালের বইমেলার তারিখ নির্ধারণসংক্রান্ত এক জরুরি সভা অনুষ্ঠিত হবে। সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির অধ্যাপক মোহাম্মদ আজম, একাডেমির পরিচালকরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমদ, প্রকাশক প্রতিনিধিরা এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি।
সভায় সর্বসম্মতিক্রমে ২০২৬ সালের অমর একুশে বইমেলা উদ্বোধনের জন্য ২০ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়। এদিন সকাল এগারোটায় বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ২৪ দিনব্যাপী মেলা চলবে ২৫ মার্চ পর্যন্ত।
এই সভায় প্রকাশকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকাশনা সংস্থা ঐতিহ্যর প্রধান নির্বাহী আরিফুর রহমান, সূচীপত্রের প্রকাশক সাঈদ বারী, গ্রন্থিকের প্রকাশক রাজ্জাক রুবেল প্রমুখ।