Wednesday 17 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে ১১টি চেকপোস্ট বসিয়ে পুলিশের তল্লাশি


১৭ ডিসেম্বর ২০২৫ ১৯:১৫

চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে পুলিশ। ছবি: সংগৃহীত

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজধানীর প্রবেশপথগুলোয় ১১টি স্থানে চেকপোস্ট (নিরাপত্তাচৌকি) বসিয়ে তল্লাশি শুরু করেছে পুলিশ।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল থেকে এই তল্লাশি চলছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

এতে বলা হয়, ঢাকা মহানগরের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় নিরাপত্তাচৌকি বসিয়ে তল্লাশি বেগবান করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, অপরাধ নিয়ন্ত্রণে রাখতে বাড়তিভাবে নিরাপত্তার অংশ হিসেবে এই তল্লাশি কাজ করা হচ্ছে। এতে ছিনতাইকারী, মাদক বহনকারী ও অস্ত্র বহনকারীদের আইনের আওতায় আনা সহজ হবে। এ ছাড়া নির্বাচন সামনে রেখে অপরাধের মাত্রা যাতে বাড়তে না পারে সেজন্য এই চেকপোস্ট বসানো হয়েছে।

বিজ্ঞাপন

যেসব জায়গায় চেকপোস্টগুলো বসেছে, তার মধ্যে আছে পুরান ঢাকার বাবুবাজার, পোস্তগোলা ব্রিজ, মাতুয়াইল ইউ-লুপ, স্টাফ কোয়ার্টার, বাসাবো রাস্তায় (কমলাপুর), গাবতলী, পূর্বাচলের ৩০০ ফিট, আবদুল্লাহপুর ব্রিজ, কামারপাড়া ও ধউড় ব্রিজ।

আসন্ন নির্বাচনে ঢাকায় সম্ভাব্য প্রার্থী ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে পুলিশ চেকপোস্ট বসাল। আগামী ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণের দিন রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন ১২ ডিসেম্বর বিজয়নগরে ওসমান হাদির ওপর হামলা হয়।

বিজ্ঞাপন

উচ্চ রক্তচাপের অন্যতম কারণ বিয়ে!
১৭ ডিসেম্বর ২০২৫ ১৯:১০

শিরনি নিয়ে মারপিটে নিহত ১
১৭ ডিসেম্বর ২০২৫ ১৯:০১

আরো

সম্পর্কিত খবর