বগুড়া: বগুড়ায় এক হাজার পিস ইয়াবাসহ মো. রক্সি শেখ (৪০) নামের এক মাদককারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত ১১টার দিকে শাজাহানপুর উপজেলার বনানী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তার হওয়া মো. রক্সি শেখ বগুড়া সদরের এরুলিয়া শিলকিবান্দা এলাকার বাসিন্দা।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি টিম মঙ্গলবার রাত ১১টার দিকে জেলার শাজাহানপুর উপজেলার বনানী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে। ওই অভিযানে রক্সিকে গ্রেফতার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, গ্রেফতার করা রক্সিকে বুধবার বিকেলে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।