Wednesday 17 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহ পলিটেকনিক ইন্সটিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন


১৭ ডিসেম্বর ২০২৫ ১৮:৩৬

প্রতিযোগিতা উপলক্ষ্যে বর্ণাঢ্য রালি বের করা হয়। ছবি: সারাবাংলা

ময়মনসিংহ: কারিগরি শিক্ষার্থীদের মেধা, দক্ষতা ও উদ্ভাবনী শক্তি বিকাশের লক্ষ্যে ‘স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন’-এর ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) সকালে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে কারিগরি শিক্ষা অধিদফতরের আয়োজনে ময়মনসিংহ অঞ্চলের ১৪টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ১২৬ জন নির্বাচিত শিক্ষার্থী ৪২টি উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে।

এ প্রতিযোগিতা উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য রালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ প্রাঙ্গণে এসে সেমিনারে যোগ দেয়। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব সামসুর রহমান খান প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

জেলা প্রশাসক সাইফুর রহমানের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন কারিগরি শিক্ষা অধিদফতরের পরিচালক ফরিদা ইয়াসমিন, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান রুহুল আমিন, কারিগরি শিক্ষা অধিদফতরের আঞ্চলিক পরিচালক সেজুতি ধর।

এতে বিভিন্ন কারিগরি, মাদ্রাসা ও সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী, শিল্পকারখানা, সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।