Wednesday 17 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় আওয়ামী লীগ ও যুবলীগের ৩ নেতা গ্রেফতার


১৭ ডিসেম্বর ২০২৫ ১৭:২৫

প্রতীকী ছবি।

বগুড়া: বগুড়ায় আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) ও থানা পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত থেকে বুধবার (১৭ ডিসেম্বর) ভোর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া তিনজন হত্যা, বিস্ফোরক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ একাধিক মামলার পলাতক আসামি।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-বগুড়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিশিন্দারা এলাকার মো. রেজাউল করিম (৪৫), শিবগঞ্জ উপজেলার চাঁপাচিল পিরব ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. জহরুল ইসলাম (৩৮) ও নন্দীগ্রাম উপজেলার ৩নং ভাটরা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. জাকিরুল ইসলাম (৫৬)। বুধবার দুপুরে বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান এসব তথ্য জানান।

বিজ্ঞাপন

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তার রেজাউল করিমের বিরুদ্ধে বিস্ফোরক আইনে দায়ের করা দুটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এছাড়া মো. জাকিরুল ইসলামের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় হত্যা চেষ্টা, মারধর ও বিস্ফোরক আইনের মামলাসহ একাধিক অভিযোগ রয়েছে। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর