Wednesday 17 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সজীব ওয়াজেদ জয়ের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ ডিসেম্বর ২০২৫ ১৬:৫০

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। ছবি: সংগৃহীত

ঢাকা: জুলাই-আগস্টে ইন্টারনেট বন্ধ রেখে গণহত্যায় উসকানির অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বুধবার (১৭ ডিসেম্বর) ট্রাইব্যুনাল–১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ নিয়োগ দেন। মামলাটিতে আনুষ্ঠানিক অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য আগামী ৭ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে।

এ মামলার অপর আসামি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বুধবার সকালে তাকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। তার উপস্থিতিতে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। একইদিন জয়েরও ট্রাইব্যুনালে হাজির থাকার নির্দেশ ছিল। এ লক্ষ্যে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তবে তিনি পলাতক থাকায় তার পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগের আবেদন করেন চিফ প্রসিকিউটর। পরে ট্রাইব্যুনাল সরকারি খরচে জয়ের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগের আদেশ দেন।

বিজ্ঞাপন

এর আগে, গত ১০ ডিসেম্বর জয়কে হাজির করতে জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। সেদিনই আজকের শুনানির দিন নির্ধারণ করা হয়।

শুনানিতে পলকের পক্ষে আইনজীবী লিটন আহমেদ জানান, তার মক্কেলকে সপ্তাহে একদিন পরিবারের সঙ্গে কথা বলতে দেওয়া হচ্ছে না এবং ১৫ দিনে একবার স্বজনদের সঙ্গে সাক্ষাতের সুযোগও মিলছে না। এ বিষয়ে ট্রাইব্যুনালের অনুমতি চান তিনি।

উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর জয় ও পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। ওই দিনই প্রসিকিউশন উভয়ের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল করে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর