Wednesday 17 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকায় জামায়াত মনোনীত ৩ প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ


১৭ ডিসেম্বর ২০২৫ ১৬:০৬

মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী।

ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত তিন প্রার্থী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে ঢাকা-৮ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ঢাকা-৮ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব শাহীন আহমেদ খান, মহানগরীর সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন, মহানগরীর সহকারী মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমন, মতিঝিল দক্ষিণ থানা আমির মাওলানা মোতাছিম বিল্লাহ, শাহবাগ পূর্ব থানা আমির আহসান হাবীবসহ ঢাকা-৮ সংসদীয় এলাকার জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা।

বিজ্ঞাপন

ঢাকা-৫ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মহানগরীর কর্মপরিষদ সদস্য ও ঢাকা-৫ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক আব্দুস সালাম, যাত্রাবাড়ী পূর্ব থানা আমির ও আসন কমিটির সদস্যসচিব মো. শাহজাহান খানসহ আসন কমিটির নেতারা ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা।

ঢাকা-৪ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন কদমতলী উত্তর থানা আমির ও ঢাকা-৪ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক আব্দুর রহিম জীবনসহ আসন কমিটির নেতারা ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা।

বিজ্ঞাপন

সুদানে ড্রোন হামলায় নিহত শতাধিক
১৭ ডিসেম্বর ২০২৫ ১৫:৪৪

আরো

সম্পর্কিত খবর