Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাসচাপায় পা থেঁতলে যাওয়া নার্সের চিকিৎসায় মেডিকেল বোর্ড


১৫ জুলাই ২০১৮ ১৫:১৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা: রাজধানীর গুলিস্তানে বাসের চাপায় পা থেঁতলে যাওয়া নার্স ঝুমুর আক্তার রাখির চিকিৎসার জন্য সাত সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

রোববার (১৫ জুলাই) বেলা ১১টার দিকে মেডিকেল বোর্ড গঠন করা হয়।

মেডিকেল বোর্ডের প্রধান হলেন বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের অধ্যাপক ডা. আবুল কালাম। অন্যরা হলেন বার্ন ও প্লাস্টিক সার্জারির অধ্যাপক ডা. সাজ্জাদ খন্দকার, অর্থোপেডিক বিভাগের প্রধান ডা. মো. শামসুজ্জামান, বার্ন ইউনিটের অধ্যাপক ডা. রায়হানা আওয়াল, অধ্যাপক ডা. মুহাম্মদ নওয়াজেশ খান, সহযোগী অধ্যাপক ডা. লুৎফর কাদের লেলিন, ও বার্ন ইউনিটের অ্যানেসথেশিয়া বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা. জাহাঙ্গীর কবির।

বিজ্ঞাপন

মেডিকেল বোর্ডের সদস্য অর্থোপেডিক বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. শামসুজ্জামান জানান, ঝুমুরের ডান পায়ের পাতা ও তালুর মাংস খসে গেছে। এছাড়া তার বাম পায়ে ফ্র্যাকচার আছে। আগামী মঙ্গলবার তার ডান পায়ের অপারেশন করা হতে পারে। তার হার্টে সমস্যা আছে। সে সুস্থ থাকলে অপারেশন করা হবে

তিনি জানান, তার চিকিৎসা দীর্ঘমেয়াদী। কয়েকটি অপারেশন লাগবে তার। সবকিছু ঠিক থাকলে তিন সপ্তাহ পর বাম পায়ে অপারেশন করা হবে। বর্তমানে তাকে বার্ন ইউনিটের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ঝুমুরের মা তাসলিমা বেগম জানায়, কিছুক্ষণ পরপর তার মেয়ে অচেতন হয়ে যাচ্ছে। আবার ঠিক হচ্ছে।

তিনি বলেন, ‘চিকিৎসকরা আমাকে জানিয়েছেন আমার মেয়ে ঝুমুর সুস্থ হয়ে উঠবে। আমি সবার কাছে দোয়া চাই।’

সারাবাংলা/এসএসআর/একে

বিজ্ঞাপন

আরো