ঢাকা: বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বায়ুদূষণের মাত্রা উদ্বেগজনকভাবে বাড়ছে। দীর্ঘদিন ধরেই মারাত্মক বায়ুদূষণের কবলে রয়েছে মেগাসিটি ঢাকা। কিছুদিন আগে বায়ুমান সামান্য উন্নতির দিকে থাকলেও সম্প্রতি রাজধানীর বাতাসে আবারও দূষণ বেড়েছে।
আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার-এর তথ্যানুযায়ী, বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ৭টা ৫৩ মিনিটে প্রকাশিত তালিকায় বিশ্বের দূষিত শহরের মধ্যে পঞ্চম অবস্থানে রয়েছে ঢাকা। এ সময় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স স্কোর ছিল ২০৩, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
তালিকার শীর্ষে রয়েছে বসনিয়া ও হার্জেগোভিনার রাজধানী সারায়েভো। শহরটির একিউআই স্কোর ছিল ৪৬০, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ বায়ুমানের ইঙ্গিত দেয়।
দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি (স্কোর ২৮৩), তৃতীয় অবস্থানে কলকাতা (স্কোর ২১৫) এবং চতুর্থ অবস্থানে রয়েছে চীনের উহান (স্কোর ২১০)।
বিশেষজ্ঞদের মতে, একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে তা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়। এ অবস্থায় শিশু, বয়স্ক ব্যক্তি ও শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্তদের ঘরের বাইরে চলাচল এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়। অন্যদের ক্ষেত্রেও বাইরের কার্যক্রম সীমিত রাখতে বলা হয়ে থাকে।
উল্লেখ্য, একিউআই স্কোর ০ থেকে ৫০ হলে বায়ুমান ভালো, ৫১ থেকে ১০০ মাঝারি, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ৩০১-এর বেশি স্কোরকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ধরা হয়, যা জনস্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি তৈরি করে।
পরিবেশবিদরা বলছেন, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে ঢাকার বায়ুদূষণ পরিস্থিতি জনস্বাস্থ্যের জন্য আরও বড় সংকটে পরিণত হতে পারে।