Wednesday 17 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমাকে বিদায় দিতে কেউ এয়ারপোর্টে যাবেন না: তারেক রহমান

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ ডিসেম্বর ২০২৫ ০৯:৫১

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বলে জানিয়েছেন। এ সময় লন্ডনের এয়ারপোর্টে তাকে বিদায় জানাতে যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের ভিড় না করার অনুরোধ জানান তিনি।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষ্যে লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তারেক রহমান বলেন, ‘দীর্ঘ ১৮ বছর যুক্তরাজ্যে অবস্থানকালে নেতাকর্মীদের সঙ্গে অসংখ্য স্মৃতি ও অভিজ্ঞতা জমেছে। তবে দেশে ফেরার দিন এয়ারপোর্টে ভিড় হলে হট্টগোল তৈরি হতে পারে, যা প্রবাসে থাকা বাংলাদেশিদের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে।’

তিনি বিশেষ করে প্রবাসী তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘ইনশাল্লাহ ২৫ তারিখে আমি দেশে চলে যাচ্ছি। সেদিন আপনারা কেউ দয়া করে এয়ারপোর্টে যাবেন না। এতে দেশের সুনাম রক্ষা পাবে।’

বিজ্ঞাপন

তারেক রহমান আরও বলেন, যারা ওইদিন এয়ারপোর্টে না গিয়ে শৃঙ্খলা বজায় রাখবেন, তাদের তিনি দল ও দেশের সম্মানের প্রতি শ্রদ্ধাশীল হিসেবে বিবেচনা করবেন।

বক্তব্যের শেষাংশে তিনি নিজের ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

শুটার ফয়সালের বাবা-মা গ্রেফতার
১৭ ডিসেম্বর ২০২৫ ০৮:১১

আরো

সম্পর্কিত খবর