Wednesday 17 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহান বিজয় দিবস
সশস্ত্র বাহিনীর ফ্লাই পাস্ট ও প্যারাজাম্প


১৭ ডিসেম্বর ২০২৫ ০৪:১৬

বিজয়ের ৫৪তমবার্ষিকী উপলক্ষ্যে ফ্লাই পাস্ট, প্যারাজাম্প ও বিশেষ অ্যারোবেটিক প্রদর্শনী করল সশস্ত্র বাহিনী। বিডা চেয়ারম্যান চৌধুরী আশিকুর রহমান, সশস্ত্র বাহিনীর ৫৩ জনসহ মোট ৫৪ প্যারাট্রুপার বাংলাদেশের জাতীয় পতাকাসহ ফ্রি ফল জাম্পের মাধ্যমে আকাশ থেকে ভূমিতে অবতরণ করেন। সবচেয়ে বেশি পতাকা হাতে প্যারাট্রুপিংয়ের বিশ্ব রেকর্ডের জন্য এ তথ্য গিনেস বুক ওয়ার্ল্ডে পাঠানো হবে। সশস্ত্র বাহিনী অনুষ্ঠানে একটি সমন্বিত ব্যান্ড পরিবেশনাও আয়োজন করে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় মঙ্গলবার (১৬ ডিসেম্বর) তেজগাঁওয়ে জাতীয় প্যারেড স্কয়ারে এ প্রদর্শনী আয়োজন করা হয়। সবার জন্য উন্মুক্ত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। এছাড়া প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, উপদেষ্টা পরিষদের সদস্য, বিদেশি কূটনীতিক, স্বাধীনতা যুদ্ধের বীরশ্রেষ্ঠদের উত্তরাধীকারী, জুলাই গণঅভ্যুত্থ্যানে আহত ব্যক্তিসহ উল্লেখযোগ্য সংখ্যক দর্শনার্থী এটি উপভোগ করেন। সশস্ত্র বাহিনীর ফ্লাই পাস্ট ও প্যারাজাম্পের দৃশ্যগুলো ক্যামেরাবন্দি করেছেন সারাবাংলার সিনিয়র ফটোকরেসপন্ডেন্ট হাবিবুর রহমান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর