Tuesday 16 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে যাওয়ার সময় বেনাপোলে স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

লোকাল করেসপন্ডেন্ট
১৬ ডিসেম্বর ২০২৫ ২৩:০৯

স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল কালাম আজাদ।

বেনাপোল: ভারতে যাওয়ার সময় যশোরের ঝিকরগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল কালাম আজাদকে আটক করেছে বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ। তার বিরুদ্ধে ঝিকরগাছা থানায় বিস্ফোরক আইনে মামলা থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে পরবর্তীতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকালের দিকে ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশন স্টপলিস্টে নাম থাকায় বেনাপোল ইমিগ্রেশনে আবুল কালাম আজাদ (৪৯) নামে ওই যাত্রীকে আটক করা হয়। তিনি যশোর জেলার ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামের দাউদ হোসেনের ছেলে।

ইমিগ্রেশন সূত্রে জানা যায়, , আবুল কালাম আজাদ ভারত যাওয়ার উদ্দেশ্যে ইমিগ্রেশনে আসলে তার নাম স্টপলিস্টে পাওয়া যায়। পরবর্তী যাচাই-বাছাইয়ে তার বিরুদ্ধে ঝিকরগাছা থানায় বিস্ফোরক আইনে মামলা থাকার তথ্য নিশ্চিত হওয়ায় তাকে আটক করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাখাওয়াত হোসেন জানান, আটক আজাদের মামলার তথ্য যাচাই-বাছাই শেষে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

রাজধানীতে এনসিপির বিজয় র‌্যালি
১৬ ডিসেম্বর ২০২৫ ২২:২৫

আরো

সম্পর্কিত খবর