Tuesday 16 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় হোটেল বিলাসী থেকে যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ ডিসেম্বর ২০২৫ ২২:৩৭

তানভীর কবির তপুর মরদেহ। ছবি: সংগৃহীত

খুলনা: খুলনায় তানভীর কবির তপু (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নগরীর দোলখোলা ইসলামপুর মোড় অবস্থিত হোটেল বিলাসী’র তৃতীয় তলার ৩১২ নং কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, হোটেল বিলাসীর দুই তলার একটি কক্ষে দুইজন ভাড়া থাকতেন। গত দুইদিন ওই কক্ষের অপরজন বাড়িতে চলে যান। গত রাতে মৃত ওই যুবক কক্ষে ভেতর থেকে আটকিয়ে দিয়ে সেখানে অবস্থান করেন। আজ দুপুরে তার খাবার দিতে গিয়ে দরজায় আঘাত করে ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয়দের ডাকা হয়। পরবর্তীতে দরজা ভেঙে ওই যুবকের মরদেহ ঘরের ফ্লোরে পড়ে থাকাতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়।

বিজ্ঞাপন

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। কী কারণে তার মৃত্যু হয়েছে তা তদন্ত করলে জানা যাবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর