Tuesday 16 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে এনসিপির বিজয় র‌্যালি

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ ডিসেম্বর ২০২৫ ২২:২৫

রাজধানীতে এনসিপির বিজয় র‌্যালি। ছবি: সংগৃহীত

ঢাকা: মহান বিজয় দিবস উপলক্ষ্যে রাজধানীতে বিজয় র‌্যালি করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়। এতে দলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

আগ্রাসনবিরোধী এই যাত্রা বাংলামোটর মোড় থেকে কাঁটাবন মোড়, নীলক্ষেত মোড়, পলাশীর মোড় হয়ে শহিদ মিনারে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, প্রধান সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা যায়, রাজধানীর প্রতিটি থানা থেকে নেতাকর্মীরা বিজয় মিছিলে অংশ নিয়েছেন। মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন ব্যানার, ফেস্টুন নিয়ে কয়েক হাজার নেতাকর্মী মিছিলে অংশ নেন।

বিজয় মিছিলে বিভিন্ন স্লোগানে উজ্জীবিত ছিল নেতাকর্মীরা। বেশ কয়েকটি স্লোগান হলো- ‘গণভোটে হ্যাঁ বলি, সংস্কারের সাথে চলি’, ‘মুক্তির মূল সনদ গণভোট-গণভোট’, ‘এক হাদির কিছু হলে- জ্বলবে আগুন ঘরে ঘরে’ ইত্যাদি।

সারাবাংলা/এফএন/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর