Tuesday 16 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জে ছাদ থেকে পড়ে ইউপি চেয়ারম্যানের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ ডিসেম্বর ২০২৫ ২২:২৪

গোমস্তাপুরের বাঙ্গাবাড়ী ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম।

চাঁপাইনবাবগঞ্জ: ছাদ থেকে পড়ে গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলামের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

এর আগে সোমবার দিবাগত রাতে উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের শিংপাড়া গ্রামে তার নিজ বাড়ির ছাদ থেকে পড়ে আহত হয়েছিলেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন গোমস্তাপুর থানার ওসি আব্দুল বারিক।

শহিদুল ইসলাম উপজেলার উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের শিংপাড়া গ্রামের আব্দুল মাস্টারের ছেলে ও ভাঙাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক পরিবারের বরাত দিয়ে বলেন, সোমবার রাতে চেয়ারম্যান শহিদুল ইসলাম তার বাড়ির ছাদ থেকে পড়ে যান। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) পাঠানো হয়। পরে সকাল ৮ টার দিকে তার মৃত্যু হয়। তবে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পরে মৃত্যুর আসল কারণ জানা যাবে বলেও জানান ওসি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর