Tuesday 16 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘স্বৈরাচারের সহযোগীদের সকল ষড়যন্ত্র মোকাবিলায় পুলিশ প্রস্তুত’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ ডিসেম্বর ২০২৫ ২০:৩৩

রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম।

রংপুর: রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম বলেছেন, স্বৈরাচারী সরকার ও তাদের সহযোগীরা যারা দেশ ছেড়ে পালিয়েছে, তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে তারা দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা করবে, কিন্তু পুলিশের বিভিন্ন ইউনিট সজাগ রয়েছে এবং তাদের যেকোনো ধরনের ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসের আলোচনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল আরও জানান, পুলিশের বিভিন্ন ইউনিট যেকোনো অস্থিতিশীলতার চেষ্টাকে মোকাবিলায় প্রস্তুত। সাম্প্রতিক সময়ে নির্বাচনপূর্ব নিরাপত্তা জোরদার করতে সন্দেহভাজনদের গ্রেফতার করা হয়েছে। এই অভিযান নির্বাচনি সময়ে উচ্চতর নিরাপত্তা উদ্বেগের কারণে তীব্রতর করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, দেশব্যাপী নির্বাচনী প্রস্তুতিতে সরকার ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও সতর্ক রয়েছে। নির্বাচন কমিশনও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুতি শেষ করেছে। পলাতকদের ষড়যন্ত্র সত্ত্বেও সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনকে সফল করতে দৃঢ়প্রতিজ্ঞ।

বিজ্ঞাপন

রাজধানীতে এনসিপির বিজয় র‌্যালি
১৬ ডিসেম্বর ২০২৫ ২২:২৫

আরো

সম্পর্কিত খবর