চট্টগ্রাম ব্যুরো: শহিদ বুদ্ধিজীবী দিবস নিয়ে চবি উপ-উপাচার্য শামীম উদ্দিন খানের বিতর্কিত বক্তব্যের জেরে বিশ্ববিদ্যালয়ের বিজয় দিবসের আলোচনা সভা বর্জন করেছে শাখা ছাত্রদল। সভায় চলাকালে চাকসুর এজিএস এবং হল সংসদের ৯ প্রতিনিধি বেরিয়ে যান।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে বিজয় দিবস উপলক্ষ্যে চবি প্রশাসনের উদ্যোগে এ আলোচনা সভা হয়।
জানা গেছে, ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা অনুষ্ঠানে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক শামীম উদ্দিন খানের বিতর্কিত বক্তব্য নিয়ে তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছিল ছাত্রদল। কিন্তু তিনি কোনো ক্ষমা চাননি।
বিজয় দিবসের অনুষ্ঠানে শামীম উদ্দিন খানকে দেখে ছাত্রদল অনুষ্ঠান বর্জন করে। এছাড়া চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি আগেরদিন ক্যাম্পাসে বহিরাগত বিএনপি নেতাকর্মীদের জড়ো হওয়ার প্রসঙ্গ তুলে বক্তব্য দেওয়া শুরু করলে উভয়পক্ষে হট্টগোল শুরু হয়। প্রক্টরিয়াল বডির সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
চাকসুর এজিএস আইয়ুব রহমান তৌফিক বলেন, ‘শহিদ বুদ্ধিজীবী দিবসে উপ-উপাচার্য শামীম স্যার যে বক্তব্য দিয়েছেন, সেজন্য তিনি ক্ষমা চাননি। দুঃখও প্রকাশ করেননি। তার এ পদে থাকার জন্য নৈতিক কোনো অবস্থান নেই। সেজন্য আমরা অনুষ্ঠান বর্জন করেছি।’