Tuesday 16 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাদিকে গুলি করা অস্ত্রের ম্যাগাজিন উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ ডিসেম্বর ২০২৫ ১৭:০০ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৫ ১৭:৫৭

ফাইল ছবি

ঢাকা: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে গুলি করা অস্ত্রের গুলিসহ ম্যাগাজিন উদ্ধার করেছে র‍্যাব।

বুধবার (১৬ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করে র‌্যাব জানায়, এ ঘটনার প্রধান সন্দেহভাজন ফয়সালের বোনের বাসার পাশের একটি জায়গা থেকে ম্যাগাজিনটি উদ্ধার করা হয়। উদ্ধার করা আলামতটি ঘটনার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে বাহিনী।

জানা গেছে, হাদিকে গুলি করে পালিয়ে যাওয়া দুই সন্দেহভাজন ফয়সাল ও আলমগীর ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ভুটিয়াপাড়া সীমান্ত দিয়ে সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে গেছে। তবে এ বিষয়টি নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলাবাহিনী।

বিজ্ঞাপন

এর আগে, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচার শেষে রাতে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। কয়েক দিন চিকিৎসাধীন থাকার পর অবস্থার উল্লেখযোগ্য উন্নতি না হওয়ায় তাকে সোমবার (১৫ ডিসেম্বর) সিঙ্গাপুরে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় প্রধান আসামি ফয়সালকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে তার স্ত্রী পারভীন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু, বান্ধবী মারিয়া আক্তার লিমাসহ ও ঘনিষ্ঠ সহযোগী কবিরসহ সাতজনকে গ্রেফতার করা হয়েছে।

সারাবাংলা/এমএইচ/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর