Tuesday 16 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজয় দিবসে নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় তরুণ প্রজন্মের

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ ডিসেম্বর ২০২৫ ১৫:০৯ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৫ ১৭:৫৮

ছবি: সংগৃহীত

ঢাকা: মহান বিজয়ের ৫৪ বছর পূর্তির দিনে দেশজুড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত তরুণ প্রজন্ম। ১৯৭১ সালের এই দিনে অর্জিত স্বাধীনতার সুফল ধরে রেখে একটি আধুনিক, বৈষম্যহীন ও ন্যায্য বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় তাদের।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সাভারের জাতীয় স্মৃতিসৌধে ভোরের প্রথম প্রহরেই শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধসহ বিভিন্ন শহিদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানায় শিক্ষার্থী, যুব সংগঠন ও সামাজিক সংগঠনের সদস্যরা।

এ সময় বিভিন্ন সংগঠন ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের হাতে ছিল নানা রঙের, নানা বর্ণের ফুল আর কণ্ঠে ছিল দেশাত্মবোধক গানের সুর। সেই সুরে সুর মিলিয়ে সবাই মিলে নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় জানান।

বিজ্ঞাপন

শিক্ষার্থীরা জানান, তারা শুধু আনুষ্ঠানিক উদযাপনের মধ্যেই বিজয় দিবসকে সীমাবদ্ধ রাখতে চান না। দুর্নীতিমুক্ত প্রশাসন, মানসম্মত শিক্ষা, কর্মসংস্থান, প্রযুক্তিনির্ভর উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করার মধ্য দিয়েই প্রকৃত বিজয়ের চেতনাকে বাস্তবায়ন করতে চান তারা।

বর্তমান প্রজন্ম নতুন এমন এক বাংলাদেশ গড়তে চায় যেখানে থাকবে না কোনো অন্যায়, শোষণ, দুর্নীতি। লঙ্ঘিত হবে না মানবতা। থাকবে না ক্ষমতার অপব্যবহার।

বেসরকারি বিশ্বিবদ্যালয়ের শিক্ষার্থী তুবা রহমান বলেন, মুক্তিযুদ্ধের কারণে দেশ পেয়েছি। আর এই দিনটিতে কাঙ্ক্ষিত স্বাধীনতা পেয়েছি। তাই শহিদ ও বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছি।

তিনি বলেন, আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে মেধার মূল্য থাকবে, বৈষম্য থাকবে না, এটাই আমাদের লক্ষ্য।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাজিদ রহমান বলেন, বিজয় দিবস আমাদের শুধু গর্বের নয়, দায়িত্বেরও স্মরণ করিয়ে দেয়। মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করে দেশকে এগিয়ে নেয়ার দায়িত্ব এখন আমাদের প্রজন্মের।

মাথায় পতাকা বেঁধে বেসরকারি বিশ্বিবদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আক্তার বলেন, মুক্তিযুদ্ধ আজ নানা জায়গায় হুমকির মুখে। স্বাধীনতা বিরোধীদের আস্ফালন। তাই এই দিনে মুক্তিযোদ্ধাদের প্রতি যেন একটু বেশিই আবেগ অনুভব করছি। এজন্য বন্ধুদের সঙ্গে এসেছি শ্রদ্ধা জানাতে।

অন্যদিকে তরুণ উদ্যোক্তা ও স্বেচ্ছাসেবীরা মনে করেন, উদ্ভাবন, স্টার্টআপ সংস্কৃতি এবং সামাজিক উদ্যোগের মাধ্যমে বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব। তারা জানান, তরুণদের শক্তি ও মেধার যথাযথ ব্যবহার হলে দেশ আরও দ্রুত উন্নতির পথে এগিয়ে যাবে।

সুমাইয়া আক্তার জানান, আমরা চাকরির পেছনে শুধু ছুটতে চাই না, নতুন কিছু সৃষ্টি করতে চাই। তরুণদের উদ্ভাবনী শক্তিই নতুন বাংলাদেশের চালিকাশক্তি হবে।

আরেক কলেজ শিক্ষার্থী ইসরাত জাহানের ভাষায়, দেশকে ভালোবাসা মানে শুধু কথা বলা নয়, দায়িত্ব নিয়ে কাজ করাও দেশপ্রেম।

বিজয় দিবসে তরুণ প্রজন্মের ইতিবাচক মনোভাব ও দায়িত্বশীল অংশগ্রহণই ভবিষ্যৎ বাংলাদেশের ভিত্তি গড়ে দেবে। তাদের দৃঢ় প্রত্যয়ই ভবিষ্যৎ নতুন বাংলাদেশের স্বপ্নকে আরও দৃঢ় করবে-মহান বিজয় দিবসে এমনটাই প্রত্যাশা সবার।

সারাবাংলা/এনএল/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর