Tuesday 16 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ ডিসেম্বর ২০২৫ ১২:৪৪ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৫ ১৫:০৯

জাতীয় স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা। ছবি: সংগৃহীত

ঢাকা: মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) শীর্ষ নেতারা।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে গুলশান বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওয়ানা হন বিএনপি নেতারা।

এ সময় আট থেকে ১০টি গাড়িবহরে প্রায় ৩০-৩৫ জন নেতা অংশ নেন। পরে তারা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এ ছাড়া বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমানও কর্মসূচিতে অংশ নেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর