ফরিদপুর: ফরিদপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় শহরের গোয়ালচামটস্থ মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। এসময় একাত্তরের মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহিদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন ও দোয়া অনুষ্ঠিত হয়।
এরপর শহিদবেদিতে পুষ্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্যা, পুলিশ সুপার মো. নজরুল ইসলামসহ মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন। এছাড়াও জেলার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে শহিদের স্মরণে ফুলের শ্রদ্ধা জানানো হয়।
ফরিদপুর-৩ আসনের বিএনপির প্রার্থী কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন। এসময় জেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।
এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫৫তম বিজয় দিবস উপলক্ষ্যে যুব র্যালি অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফরিদপুর স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। এর আগে শহরের জনতা ব্যাংক মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা জামায়াত আমির মওলানা বদরুদ্দীন আহমেদের সভাপতিত্বে এবং নায়েবে আমির ইমতিয়াজ উদ্দিন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় সূরা সদস্য ও ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর আব্দুল তাওয়াব।
এসময় নেতৃবৃন্দ বলেন, স্বাধীনতার ৫৫ বছর পার হলেও দেশের জনগণ স্বাধীনতার সুফল পায়নি। বিগত ফ্যাসিবাদী সরকার দেশের জনগণকে স্বাধীনতার সুফল থেকে বঞ্চিত করেছিল। তারা বাকস্বাধীনতা থেকে দেশের মানুষকে বঞ্চিত করেছিল।
তারা আরও বলেন, তারা তাদের ইচ্ছামত দেশ পরিচালনা করেছিল। সাধারণ জনগণের মতামত উপেক্ষা করা হয়েছিল। যে কারণে ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনাকে এদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। ৫ আগস্ট ক্ষমতা পরিবর্তনের পর বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছে। এখন দেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে।
এসময় বক্তারা জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে যারা শহিদ হয়েছেন, তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। এছাড়া মহান বিজয় দিবস উপলক্ষ্যে ফরিদপুর স্টেডিয়ামে কুচকাওয়াজ, দুপুরে বিভিন্ন মসজিদ-মন্দিরে বিশেষ প্রার্থনা, বিজয় মেলা, প্রামান্যচিত্রসহ নানা রকম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।