Tuesday 16 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ ডিসেম্বর ২০২৫ ১২:১৯

শ্রদ্ধা জানাচ্ছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক। ছবি: সারাবাংলা

টাঙ্গাইল: টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ৩১বার তোপধ্বনি ও শহিদ স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে দিবসটি উদযাপন শুরু হয়।

প্রথমে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক শরীফা হক। এরপর শ্রদ্ধা জানান জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, জেলা পরিষদের পক্ষে প্রধান নির্বাহী শামসুন্নাহার স্বপ্নাসহ বিভিন্ন সরকারি দফতরের প্রতিনিধিরা।

এরপর শহীদ স্মৃতিস্তবে একে একে পুস্পস্তবক অর্পণ করেন টাঙ্গাইল প্রেসক্লাব, টাঙ্গাইল প্রিন্ট মিডিয়া এসোসিয়েশন, সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, বিভিন্ন সংগঠন এবং সর্বস্তরের জনতা।

বিজ্ঞাপন

অন্যদিকে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করে জেলা বিএনপি, টাঙ্গাইল পৌরসভা, টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়ন, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি, টাঙ্গাইল নারী কল্যাণ উদ্যোক্তা ফোরাম, জেলা এসএসসি ৯৬ গ্রুপ, টাঙ্গাইল ৯৬ কল্যাণ ফাউন্ডেশনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এসব সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয় এবং শহিদ মুক্তিযোদ্ধাদের স্মরণে দোয়া করা হয়।

এদিকে সকাল ৯টায় শহিদ মারুফ স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে শরীরচর্চা ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থীদের সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক শরীফা হক ও পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার।

এসময় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর