Tuesday 16 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনায় মহান বিজয় দিবস উদযাপিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ ডিসেম্বর ২০২৫ ১২:০৭

বিজয় দিবসের শোভাযাত্রা। ছবি: সারাবাংলা

পাবনা: যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পাবনায় উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন দিবসটি উদযাপন করেছে।

কর্মসূচির মধ্যে ছিল পুষ্পস্তবক অর্পণ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, হাতের লেখা, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, শোভাযাত্রা, আলোকসজ্জা এবং আলোচনা সভা।

দিবসের প্রথম প্রহর ও প্রত্যুষে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ‘দুর্জয় পাবনা’য় পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক শাহেদ মোস্তফা ও পুলিশ সুপার আনোয়ার জাহিদসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবি ও রাজনৈতিক সংগঠন।

বিজ্ঞাপন

এসময় স্মৃতিস্তম্ভে মহান মুক্তিযুদ্ধের জীবন উৎসর্গকারী শহিদদের স্মরণে দাাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এছাড়া জেলা স্টেডিয়ামে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর