ময়মনসিংহ: ময়মনসিংহে বিজয়ের ৫৪ বছরে পদার্পণে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবসের সূচনা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) নগরীর পাটগুদাম ব্রীজ মোড়ে কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে বীর শহিদদের স্মৃতির প্রতি প্রথম ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন ময়মনসিংহের ডিসি ফারাহ শাম্মী।
পরে একে একে রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়া দিনব্যাপি আলোচনা সভাসহ নানা কর্মসুচি পালন করছে মুক্তিযোদ্ধা সংসদ ও জেলা প্রশাসন।