Tuesday 16 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন ধারার রাজনীতি শুরু করতে চাই: জামায়াতের আমির

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ ডিসেম্বর ২০২৫ ১১:২৩ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৫ ১৩:৩৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ফাইল ছবি

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, অতীতের বস্তাপচা রাজনীতিকে পায়ের নিচে চেপে রেখে নতুন ধারার রাজনীতি শুরু করতে চাই। আওয়ামী লীগ স্বাধীন বাংলাদেশকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছিল, আমরা সেদিকে আর ফিরে যেতে চাই না।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় ম্যারাথন উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগকে উদ্দেশ করে ডা. শফিকুর রহমান বলেন, স্বাধীনতার পর একটি পরিবার, একটি গোষ্ঠী ও একটি দলকে সুবিধা দিতে রাষ্ট্রের সব ব্যবস্থাপনা গড়ে তোলা হয়েছিল। ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে তারা দেশকে ‘শ্মশান বাংলায়’ পরিণত করেছে।

বিজ্ঞাপন

জামায়াত আমির বলেন, আওয়ামী লীগ স্বাধীন বাংলাদেশকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছিল। মাত্র সাড়ে চার বছরের দুঃশাসন মানুষকে অতিষ্ট করে তুলেছিল। এরপর তাদের কার্যক্রমের পরিণতি হিসেবে দুনিয়া থেকে তারা বিদায় নিয়েছিলেন। কে সেদিন তাদের হত্যা করেছিল। যারা ৭১ এ দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল সেই সৈনিকরা কেন সেদিন ক্ষেপে গিয়েছিল। এর উত্তর আওয়ামী লীগকে খুঁজতে হবে, জাতিকে নয়।

কিন্তু অতীতের বস্তাপচা সব রাজনীতিকে আমরা পায়ের নিচে চেপে সমাপ্তি টানতে চাই। নতুন বাংলাদেশের নতুন ধারায় রাজনীতি শুরু করতে চাই।

ফেব্রুয়ারির নির্বাচন দেশের রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে এমনটা জানিয়ে শফিকুর রহমান বলেন, আগামী নির্বাচনে আমরা আমাদের দলীয় বিজয় চাই না, চাই ১৮ কোটি মানুষের বিজয়।

আগামী ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে দেশের রাজনীতির নতুন মোড়ক উন্মোচন হবে। নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র থাকলে তা জনগণ প্রতিরোধ করে নিঃশেষ করে দেবে।

নির্বাচন প্রসঙ্গে তিনি আরও বলেন, কোনো ষড়যন্ত্রের চেষ্টা হলে জনগণই তা প্রতিরোধ করে নিঃশেষ করে দেবে।

নির্বাচন কমিশন সম্পর্কে জামায়াত আমির বলেন, কমিশনের কাছে তারা কোনো বিশেষ আনুকূল্য চান না। তবে যদি কোনো একটি দলকে সুবিধা দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে তা কঠোরভাবে প্রতিরোধ করা হবে।

বিজয় দিবস উপলক্ষে সকাল ৭টা ৫৫ মিনিটে সোহরাওয়ার্দী উদ্যান থেকে জামায়াতে ইসলামীর উদ্যোগে যুব ম্যারাথন শুরু হয়।

ম্যারাথনটি কাঁটাবন মোড়, সাইন্সল্যাব, কলবাগান, ধানমন্ডি হয়ে মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হবে। সেখানে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বক্তব্য দেন। আরও উপস্থিত ছিলেন সহকারি সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের, মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারি ড. রেজাউল করিম প্রমুখ।

সোহরাওয়ার্দী উদ্যানে যুব ম্যারাথন উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জামায়াত নেতা মোবারক হোসাইন, নুরুল ইসলাম বুলবুল, এহসানুল মাহবুব জুবায়ের, কামাল হোসেন, ড. হেলাল উদ্দিন, মনজুরুল ইসলাম, ডা. ফখরুদ্দিন মানিক প্রমুখ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর