কুমিল্লা: গভীর শ্রদ্ধা ও বিনম্র ভালোবাসার মধ্য দিয়ে কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কুমিল্লা টাউন হল প্রাঙ্গণে ৩১বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের আনুষ্ঠানিক সূচনা করা হয়। সকাল সাড়ে ৬টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মু. রেজা হাসান ও কুমিল্লা মুক্তিযোদ্ধা সংসদ।
পর্যায়ক্রমে শহিদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নেতৃত্বে জেলা পুলিশের একটি দল। এছাড়াও কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাদুল বারি আবু এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াছিমের নেতৃত্বে জেলা ও মহানগর বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।
একইসঙ্গে কুমিল্লা প্রেসক্লাব, কুমিল্লা রিপোর্টার্স ক্লাব, কুমিল্লা শিক্ষা বোর্ড, নগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে।
এদিকে সকাল সাড়ে ৮টায় কুমিল্লা স্টেডিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন, শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা এবং আলোচনা সভার আয়োজন করা হয়।