ফরিদপুর: দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে সরকারবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে ফরিদপুর সদরের কৈজুরী ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমানকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সোমবার রাতে কৈজুরি ইউনিয়নের এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গোয়েন্দা শাখার অফিসার ইন-চার্জ (ওসি) পি. এম. মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে সরকারবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।
সিদ্দিকুর রহমান আওয়ামী লীগ সরকারের সময়ে দুই মেয়াদে কৈজুরী ইউনিয়নের সভাপতি এবং বর্তমানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে আছেন। আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে কৈজুরি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।
কৈজুরী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ইউনুস খান বলেন, বিগত দিনে এই সিদ্দিক ফকির (সিদ্দিকুর রহমান) বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা থেকে শুরু করে বহু নেতাকর্মীকে নির্যাতন করেছে। তাম্বুলখানা কবি জসীমউদ্দীন এন্ড হাই স্কুলের জমি জবর দখল করে ঘর নির্মাণ করেছেন। আওয়ামী লীগের নোমিনেশনে নৌকা প্রতীকে বিনা ভোটে চেয়ারম্যান হয়েছেন। তৎকালীন প্রতিপক্ষ বিএনপি মনোনীত আনারস প্রতীকের ক্যান্ডিডেট বিএনপি নেতা নাজিম উদ্দিন আহমেদসহ তার অনুসারীদেরকে মেরে রক্তাক্ত করেছে তার লাঠিয়াল ও হেলমেট বাহিনী। তিনি কৈজুরী ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি সেলিমকে নিয়ে নানা অপকর্ম করতেন। বহু মানুষের জমি জবরদখল করে এখনো নিজের কব্জায় রেখেছেন। কৈজুরী ইউনিয়নে সবচাইতে নির্যাতিত ব্যক্তি আমি। এছাড়াও সোরহাব হাওলাদার, অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, হান্নান খানসহ অনেকেই সিদ্দিকের দ্বারা নির্যাতন এবং বহু মিথ্যা মামলার শিকার হয়েছেন।’
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) পি.এম. মামুনুর রশিদ জানান, দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে সরকারবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে তাকে কৈজুরি ইউনিয়ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।