Tuesday 16 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দক্ষিণখানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ ডিসেম্বর ২০২৫ ০৩:৫৬

প্রতীকী। ফাইল ছবি

ঢাকা: রাজধানীর দক্ষিণখানে শাজাহান শেখ (৪৫) নামে যুবলীগের এক নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। তিনি ওই এলাকায় স্যাটেলাইট ও ইন্টারনেট লাইনের ব্যবসায়ী ছিলেন।

সোমবার (১৫ ডিসেম্বর) রাত ৯ টার দিকে দক্ষিণখানের নর্দ্দা পাড়া তালতলা নামক স্থানে হত্যাকাণ্ডের এই ঘটনা ঘটে।

নিহত শাহজাহান শেখ দক্ষিণখানের আশকোনা ডিলার বাড়ির হাকিম উদ্দিনের ছেলে। তিনি বিমানবন্দর থানা যুবলীগের সভাপতি প্রার্থী ছিলেন। পাশাপাশি তিনি আশকোনা কমিউনিটি পুলিশের সভাপতি এবং স্যাটেলাইট-ইন্টারনেট লাইনের ব্যবসা করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় শাহজাহান একটি গলি থেকে দৌড়ে তালতলা মোড়ের দিকে যায়। তখন কয়েকজন দুর্বৃত্ত পেছন থেকে দৌড়ে গিয়ে তাকে এলোপাতাড়ি কোপায়। এতে তার মাথা দুই ভাগ হয়ে যায়। পরে ঘটনাস্থলেই তিনি মারা যান।

বিজ্ঞাপন

দক্ষিণখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘শাজাহান নামে ওই ব্যক্তিকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। তিনি স্যাটেলাইট ও ইন্টারনেট ব্যবসায়ী ছিলেন। প্রকাশ্য সড়কে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে।’

ওসি আরও বলেন, ‘এই হত্যাকাণ্ডে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে কি না বিষয়টি এখনো জানা যায়নি। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর