Tuesday 16 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় আরও একজন গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ ডিসেম্বর ২০২৫ ০০:৫৯ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৫ ০১:০১

সন্দিগ্ধ কবির। ছবি: সংগৃহীত

ঢাকা: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টা মামলায় কবির নামের আরও একজনকে গ্রেফতার করেছে র‍্যাব।

সোমবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাতে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এমজেডএম ইনতেখাব চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওসমান হাদি হত্যাচেষ্টা ঘটনার মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী সন্দিগ্ধ কবিরকে গ্রেফতার করেছে র‍্যাব।

এর আগে, হাদিকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে গতকাল রোববার পল্টন থানায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, হত্যাচেষ্টা, বিপজ্জনক অস্ত্র ব্যবহার করে স্বেচ্ছায় গুরুতর আঘাত, দুষ্কর্মে সহায়তার অভিযোগ আনা হয়েছে।

বিজ্ঞাপন

এছাড়া, রোববার ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ফয়সালের স্ত্রী সামিয়া, শ্যালক শিপু ও বান্ধবী মারিয়াকে গ্রেফতার করেছে র‌্যাব। পরে তাদের পল্টন থানায় হস্তান্তর করা হয়।

গত শুক্রবার দুপুর ২টার পর রাজধানীর পল্টন বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলযোগে আসা দুর্বৃত্তরা খুব কাছ থেকে হত্যার উদ্দেশে ওসমান হাদিকে গুলি করে। এরপর তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ওইদিন রাতেই তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। আর আজ তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। তবে হাদিকে হত্যাচেষ্টার এই ঘটনায় প্রধান আসামি ফয়সালকে এখনও গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলাবাহিনী।

সারাবাংলা/এমএইচ/জিজি
বিজ্ঞাপন

মহান বিজয় দিবস আজ
১৬ ডিসেম্বর ২০২৫ ০০:০৮

আরো

সম্পর্কিত খবর