Tuesday 16 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে আগুনে পুড়ছে ঝুটের গুদাম

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ ডিসেম্বর ২০২৫ ০০:৩১

ছবি: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে একটি ঝুটের গুদামে আগুন জ্বলছে। তবে আগুন এখন নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

সোমবার (১৫ ডিসেম্বর) রাতে নগরীর বাকলিয়া থানার রাজাখালী খালের বেড়িবাঁধ এলাকায় ঝুটের গুদামে আগুন লাগে।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, রাত ১০টা ২৫ মিনিটে পাশাপাশি তিনটি ঝুটের গুদামের একটিতে আগুন লাগার খবর পৌঁছে নিয়ন্ত্রণ কক্ষে। চারটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে রাত সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন এখনো জ্বললেও আশপাশে ছড়ানোর সম্ভাবনা নেই। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি বলে নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরতরা জানিয়েছেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/আরডি/জিজি
বিজ্ঞাপন

মহান বিজয় দিবস আজ
১৬ ডিসেম্বর ২০২৫ ০০:০৮

আরো

সম্পর্কিত খবর