Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাদিকে নিয়ে সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিল নির্বাচন কমিশন

‎স্টাফ করেসপন্ডেন্ট
১৫ ডিসেম্বর ২০২৫ ২২:২৭ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৫ ২২:২৯

প্রতীকী ছবি।

‎ঢাকা: ‎ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটিকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ আখ্যা দিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে তা স্পষ্ট করেছে নির্বাচন কমিশন (ইসি)।

‎সোমবার (১৫ ডিসেম্বর) সকালে রাজধানীর একটি অনুষ্ঠানে সিইসি বলেন, ওসমান হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা। এ বক্তব্যের পরই নানা মহলে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে।

‎পরে রাতে ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক ওই বক্তব্যের ব্যাখ্যা দিয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠান।

‎ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ১৫ ডিসেম্বর সকালে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন রাজধানীতে আইএফএস কর্তৃক আয়োজিত একটি অনুষ্ঠান শেষে শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রদত্ত বক্তব্যের একটি অংশ উদ্ধৃত করে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্যের বিষয়টি নির্বাচন কমিশনের দৃষ্টিগোচর হয়েছে।

‎এ বিষয়ে নির্বাচন কমিশনের বক্তব্য নিম্নরূপ:

‎‘শরীফ ওসমান হাদি এর উপর সন্ত্রাসী হামলাকে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনায় নিয়েছেন। এর অংশ হিসেবে গতকাল ১৪ ডিসেম্বর বিকাল ৪টায় আইনশৃংখলা বাহিনীর সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে কমিশন জরুরি সভা করেন। সভায় মাননীয় প্রধান নির্বাচন কমিশনার দ্রুততম সময়ের মধ্যে হামলাকারীকে আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। শরীফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় নির্বাচন কমিশন গভীর উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি ভবিষ্যতে এ ধরণের ঘটনা রোধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কঠোর নির্দেশনা দেন।

‎মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয় মূলতঃ তার বক্তব্যে বুঝাতে চেয়েছেন যে, ওসমান হাদির উপর সন্ত্রাসী হামলা আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্থ করতে পারবে না। কমিশন শরীফ ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করছে এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।

‎উপর্যুক্ত বর্ণনা মাননীয় প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যের বিষয়ে ভুল বোঝাবুঝির অবসান করবে বলে কমিশন মনে করে।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

মহান বিজয় দিবস আজ
১৬ ডিসেম্বর ২০২৫ ০০:০৮

আরো

সম্পর্কিত খবর