Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অহরণনিষিদ্ধ শাপলা পাতা মাছ জব্দ, ৩ ব্যবসায়ীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ ডিসেম্বর ২০২৫ ২২:০৯

জব্দ করা শাপলা পাতা মাছ। ছবি: সারাবাংলা

পিরোজপুর: পিরোজপুরের ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলায় অহরণনিষিদ্ধ বিলুপ্তপ্রায় শাপলা পাতা (পাতা হাঙ্গর) মাছ বিক্রির দায়ে তিন মাছ ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৫ ডিসেম্বর) বন্যপ্রাণী সংরক্ষণ আইন, ২০১২ বাস্তবায়নের অংশ হিসেবে ইন্দুরকানী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানে দোষী সাব্যস্ত তিন ব্যবসায়ীকে বন্যপ্রাণী সংরক্ষণ আইন, ২০১২-এর ৩৪ ধারায় প্রত্যেককে তিন হাজার টাকা করে মোট নয় হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে বিক্রয়ের উদ্দেশ্যে বাজারে রাখা নিষিদ্ধ শাপলা পাতা মাছ জব্দ করা হয়।

বিজ্ঞাপন

জব্দ করা মাছ মানবিক বিবেচনায় উপজেলার চারাখালী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, টিএন্ডটি মোড় মাদ্রাসা এবং কালাইয়া এলাকার ময়েনউদ্দিন মনোয়ারা মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মো. হাফিজুর রহমান। অভিযানে সহযোগিতা করে ইন্দুরকানী থানা পুলিশ।

উপজেলা প্রশাসন জানিয়েছে, বন্যপ্রাণী সংরক্ষণ আইন, ২০১২ অনুযায়ী শাপলা পাতা মাছ একটি বিলুপ্তপ্রায় জলজ প্রাণী হিসেবে তালিকাভুক্ত। এই মাছ শিকার, সংরক্ষণ, পরিবহন ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত ও কঠোর অভিযান পরিচালনা করা হবে।

এদিকে স্থানীয় পরিবেশবাদী ও সচেতন মহল মনে করছেন, নিষিদ্ধ জলজ প্রাণী সংরক্ষণে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ হলেও অপরাধ দমনে দণ্ড আরও কঠোর করা প্রয়োজন।

বিজ্ঞাপন

মহান বিজয় দিবস আজ
১৬ ডিসেম্বর ২০২৫ ০০:০৮

আরো

সম্পর্কিত খবর