Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে গ্রেফতার ১০৪৩


১৫ ডিসেম্বর ২০২৫ ২১:১৬

বাংলাদেশ পুলিশ। ফাইল ছবি

ঢাকা: সারাদেশে যৌথবাহিনীর ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ বিশেষ অভিযানে গত দুই দিনে একহাজার ৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ছয়টি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন এ তথ্য জানান।

শাহাদাত হোসাইন বলেন, ‘গত শনিবার রাত থেকে শুরু হয়ে রোববার পর্যন্ত চলা এই অভিযানে এক হাজার ৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় একটি করে বিদেশি পিস্তল, রামদা, তলোয়ার, চাকু ও রিচার্জেবল স্টানগান উদ্ধার করা হয়েছে।’

এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর গত শনিবার আইনশৃঙ্খলা বিষয়ক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির সভায় জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে অবৈধ অস্ত্র উদ্ধার করাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ফ্যাসিস্টদের দমনে এ অভিযান শুরু করার সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী ওইদিন রাত থেকে পুলিশের বিভিন্ন ইউনিট ও সেনাবাহিনী অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ নামের বিশেষ অভিযান শুরু করে।

বিজ্ঞাপন

তার আগে গত ৮ ফেব্রুয়ারি সারাদেশে যৌথবাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু করা হয়েছিল।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর