Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাফিক পুলিশকে ২০০ মিটার টেনে নেওয়া সিএনজি চালক গ্রেফতার


১৫ ডিসেম্বর ২০২৫ ২১:০৬

ট্রাফিক পুলিশকে ২০০ মিটার টেনে নেওয়া সিএনজি চালক মো. মাঈন উদ্দিন। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর কাকরাইল মোড়ে ট্রাফিক সিগন্যাল অমান্য করে কর্তব্যরত এক ট্রাফিক পুলিশ সদস্যকে ২০০ মিটার টেনে নিয়ে যাওয়ার ঘটনায় সিএনজি চালককে মো. মাঈন উদ্দিনকে (৫০) গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

সোমবার (১৫ ডিসেম্বর) রাতে ডিএমপির উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তালেবুর রহমান বলেন, ‘কাকরাইল মোড়ে ট্রাফিক সিগন্যাল অমান্য করে সিএনজি চালিয়ে যান চালক মাঈন উদ্দিন। বাধা দিতে গেলে ট্রাফিক পুলিশ সদস্যকে টেনে ২০০ মিটার নিয়ে যায়। এ ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি টিম আজ সোমবার রমনা থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।’

বিজ্ঞাপন

গ্রেফতার সিএনজি চালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।