ঢাকা: সুদানে দায়িত্ব পালনকালে নিহত বাংলাদেশি জাতিসংঘ শান্তিরক্ষীদের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে ঢাকার জার্মান ও কানাডা দূতাবাস। একইসঙ্গে আহত শান্তিরক্ষীদের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করেছে দুই দূতাবাস।
সোমবার (১৫ ডিসেম্বর) জার্মান দূতাবাসের বার্তায় বলা হয়, উল্লেখযোগ্য আর্থিক সহায়তা, প্রশিক্ষণ ও জনবল দিয়ে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অন্যতম সমর্থক হিসেবে জার্মানি পাশে রয়েছে।
একইসঙ্গে বিশ্বজুড়ে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বাংলাদেশের সাহসী ও গুরুত্বপূর্ণ অবদানকে গভীরভাবে মূল্যায়ন করছে জার্মান।
পৃথক বার্তায় কানাডিয়ান দূতাবাস বলেছে, এই কঠিন সময়ে বাংলাদেশের জনগণ ও সরকারের পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা সম্প্রদায়ের প্রতি সংহতি প্রকাশ করেছে কানাডা।
আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদান বিশ্বজুড়ে স্বীকৃত ও প্রশংসিত। শান্তি প্রতিষ্ঠায় তাদের আত্মত্যাগ একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।