Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকায় আন্তর্জাতিক অ্যামেচার গলফে পাওয়ার পার্টনার ‘ভিভো’


১৫ ডিসেম্বর ২০২৫ ১৯:৫৪

-ছবি : সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ গলফ ফেডারেশন-এর উদ্যোগে অনুষ্ঠেয় ‘৩৯তম বাংলাদেশ অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপ ২০২৫’-এ পাওয়ার পার্টনার হিসেবে যুক্ত হচ্ছে শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড ‘ভিভো’।

আগামী ১৬ থেকে ১৯ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ঢাকার কুর্মিটোলা গলফ ক্লাবে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশসহ অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল ও ভুটান- মোট ৮ টি দেশ থেকে গলফাররা এই টুর্নার্মেন্টে অংশগ্রহণ করবে। যা, ক্রীড়াজগতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত।

ভিভো বাংলাদেশ জানায়, দেশের গলফ অঙ্গনে ৩৯তম বাংলাদেশ অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি স্থানীয় খেলোয়াড়দের উন্নয়নে ভূমিকা রাখতে এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে তুলে ধরতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাওয়ার পার্টনার হিসেবে ‘ভিভো বাংলাদেশ’ এ উদ্যোগে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ক্রীড়া মানোন্নয়ন এবং তরুণ প্রতিভা বিকাশে তাদের অবস্থান আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করছে। দেশের ক্রীড়া অঙ্গনে আন্তর্জাতিক মান বজায় রাখার প্রয়াসে এটি একটি কৌশলগত অংশীদারিত্ব।

বিজ্ঞাপন

ভিভো জানায়, এ টুর্নামেন্টে ভিভোর সর্বাধুনিক ফ্ল্যাগশিপ স্মার্টফোন এক্স৩০০ প্রো প্রদর্শন করা হবে। শুধু প্রদর্শন ই নয়, আয়োজন জুড়ে ভিভো এক্স৩০০ প্রো ব্যবহারের মাধ্যমে ইভেন্টে চলাকালীন প্রতিযোগিতার বিভিন্ন মুহূর্ত, বিশেষ হাইলাইট ও ভিজ্যুয়াল অভিজ্ঞতা ধারণ করা হবে। বিশেষ করে ভিভো এক্স৩০০ প্রো এর ২০০ মেগাপিক্সেলের জাইস এপিও টেলিফটো লেন্স দূরবর্তী অ্যাকশনেও কতটুকু সূক্ষ্ম ডিটেইল ধরে রাখতে পারে- তা দেখা যাবে এ টুর্নামেন্টে।

পাশাপাশি, জাইসের সাথে তৈরী ২.৩৫এক্স টেলিফটো এক্সটেন্ডার কিট দিয়েও টুর্নামেন্টের অংশ কভার করা হবে। এই কিট ২০০ মিমি টেলিফটো রেঞ্জ পর্যন্ত কভার করতে পারে। এই টুর্নামেন্টে এক্স৩০০প্রো এর শক্তিশালি ক্যামেরা, ফ্ল্যাগশিপ পারফরম্যান্স ও প্রিমিয়াম অবস্থানকে তুলে ধরবে।

ভিভো আশা প্রকাশ করেছে যে, বাংলাদেশের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশ গলফ ফেডারেশন আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজন ও খেলোয়াড়দের দক্ষতা উন্নয়নে এগিয়ে যাবে। এই সহযোগিতা দেশের ক্রীড়া সংস্কৃতিকে সমৃদ্ধ করবে এবং তরুণ প্রতিভাদের বৈশ্বিক অঙ্গনে অংশগ্রহণে উৎসাহ যোগাবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর