Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চা খেতে প্রেমিককে নামিয়ে চম্পট প্রাইভেটকার চালক, প্রেমিকাকে ধর্ষণ

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ ডিসেম্বর ২০২৫ ১৯:১৩ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৫ ১৯:৪৭

ভাড়া করা প্রাইভেট কার এবং অভিযুক্ত গাড়ির চালক মনির -ছবি : সংগৃহীত

ঢাকা: ভাড়া করা একটি প্রাইভেটকারে ময়মনসিংহের ত্রিশাল যাচ্ছিলেন প্রেমিক ও প্রেমিকা। পথে চা খাওয়ার কথা বলে প্রেমিককে নিয়ে গাড়ি থেকে নামেন ড্রাইভার। আর গাড়িতে ঘুমাচ্ছিল প্রেমিকা। হঠাৎ ওই প্রেমিককে ফাঁকি দিয়ে চলে যায় ভাড়ার প্রাইভেটকার। এরপর ওই তরুণীকে অপহরণের পর ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৫ ডিসেম্বর) জাতীয় জরুরি সেবার মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১২ ডিসেম্বর ভোর ৫টায় একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, তিনি এবং তার প্রেমিকা উত্তরার আজমপুর থেকে ভাড়াকৃত একটি প্রিমিও সাদা রঙয়ের প্রাইভেট কারযোগে ময়মনসিংয়ের ত্রিশাল যাচ্ছিলেন। পথিমধ্যে ভরাডোবায় ড্রাইভার চা খেতে চাইলে তিনি এবং ড্রাইভার চা খেতে নামেন। প্রেমিকা গাড়িতে ঘুমাচ্ছিল তাই নামেনি। একপর্যায়ে ড্রাইভার গাড়ি থেকে মোবাইল ফোন আনার কথা বলে তার প্রেমিকাকে নিয়ে গাড়ি চালিয়ে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

এতে বলা হয়, কলার গাড়ির কোনো নাম্বার বলতে পারেননি। শুধু বলতে পেরেছিলেন সাদা রঙয়ের টয়োটা প্রিমিও প্রাইভেটকার। ৯৯৯ থেকে তাৎক্ষণিকভাবে ময়মনসিংহ পুলিশ নিয়ন্ত্রণ কক্ষে বিষয়টি দ্রুত উদ্ধারের জন্য জানানো হয়। কলটি গ্রহণ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল ফাহিম হোসেন এবং উদ্ধার তৎপরতার বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশের সঙ্গে তদারক এবং সমন্বয় করছিলেন ৯৯৯ ডিসপাচার এসআই দিলীপ কুমার বিশ্বাস। ৯৯৯ থেকে প্রাপ্ত সংবাদের প্রেক্ষিতে ময়মনসিংহ জেলার প্রতিটি থানার টহল টিম উদ্ধার তৎপরতা শুরুর করে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরবর্তীতে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ময়মনসিংহ গোয়েন্দা পুলিশের একটি দল শহরের আকুয়া, হাজিবাড়ি, ফুলবাড়িয়া সড়কের একটি গ্যারেজ থেকে অপহৃত তরুণীকে (১৮) উদ্ধার করে। অপহরণের কাজে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয় এবং অভিযুক্ত গাড়ির চালক মনিরকে (৪৫) গ্রেপ্তার করা হয়। ভুক্তভোগীর বর্ণনামতে তিনি ধর্ষণের শিকার হয়েছেন। প্রাথমিকভাবে এ তথ্যের সত্যতা পাওয়া গেছে। এ সংক্রান্ত একটি মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর