Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোটগ্রহণ কর্মকর্তার ঘাটতি হলে নিকটবর্তী উপজেলা থেকে নিয়োগের অনুমতি

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ ডিসেম্বর ২০২৫ ১৮:৪৫

নির্বাচন কমিশন। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটগ্রহণ কর্মকর্তার সংকট হলে পাশের উপজেলা থেকে বা নিকটবর্তী উপজেলা থেকে কর্মকর্তা নিয়োগের অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১৫ ডিসেম্বর) রিটার্নিং কর্মকর্তাদের এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে সংস্থাটি।

ইসির ওই নির্দেশনায়, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষ্যে নির্ধারিত নীতিমালা অনুযায়ী ভোটগ্রহণ কর্মকর্তার প্যানেল ১৮ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করার জন্য ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে।

নীতিমালার আলোকে ভোটগ্রহণ কর্মকর্তার প্যানেল চূড়ান্ত করার ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলায় ভোটগ্রহণ কর্মকর্তার সংকুলান না হলে পার্শ্ববর্তী/নিকটবর্তী উপজেলা (স্ব স্ব জেলাধীন) থেকে ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগের জন্য নির্বাচন কমিশন অনুমতি দিয়েছে।

বিজ্ঞাপন

জানা গেছে, সংশ্লিষ্ট উপজেলা পর্যায়ে ভোটগ্রহণ কর্মকর্তা সংকট দেখা দিলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

সেসঙ্গে এই নির্দেশনা বাস্তবায়নে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও নির্দেশনা রয়েছে।

উল্লেখ্য, আসন্ন নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে প্রশাসনিক প্রস্তুতি জোরদারের অংশ হিসেবেই নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর