Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাঁসে ধান বীজ নষ্ট করায় সংঘর্ষ, আহত ১৬


২৫ ডিসেম্বর ২০১৭ ১৩:৫৫ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৭ ১৪:০১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, ব্রাহ্মণবাড়িয়া

জেলার সদর উপজেলার থলিয়ারা গ্রামে একজনের হাঁস অপরজনের ধানের বীজ নষ্ট করায় কথাকাটাকাটির একপর্যায়ে প্রতিবেশীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই দল সংঘর্ষে জড়িয়ে পড়লে ১৬ জন আহত হন। এর মধ্যে আটজনের অবস্থা গুরুতর।

সোমবার (২৫ ডিসেম্বর) সকাল  ৯টার দিকে এই সংঘর্ষ হয়।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) জিয়াউল হক জানান, সকালে থলিয়ারা গ্রামের খামারি কুদ্দুস মিয়ার কয়েকটি হাঁস একই এলাকার সবুর মিয়ার ধান ক্ষেতে গিয়ে ধানের বীজ নষ্ট করে।  এ নিয়ে সবুর মিয়ার সঙ্গে কুদ্দুস মিয়ার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৬ জন আহত হন। পরে পুলিশ  ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের সদর হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর আহতরা হল- সাহেদ মিয়া(৭) শিশু, কবীর মিয়া (২২), ওমর ফারুক (২০), শামসুন নাহার (৩০), ইলা বেগম (৩৪), ‍কুদ্দুস মিয়া (৪৫), জুবায়ের (১৫) এবং হারিশ মিয়া (৪০)।

সারাবাংলা/আরসি/একে

 

ব্রাহ্মণবাড়িয়া সংঘর্ষ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর