Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাজুসের প্রধান উপদেষ্টা আনভীর, সভাপতি দোলন

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ ডিসেম্বর ২০২৫ ১৮:২৪ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৫ ১৯:৪৪

উপদেষ্টা সায়েম সোবহান আনভীর ও সভাপতি এনামুল হক খান (দোলন) – ছবি : সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)-এর প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন সংগঠনটির সদ্য বিদায়ী সভাপতি ও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর।

পাশাপাশি দ্বিতীয়বারের মতো বাজুসের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন ডায়মন্ড অ্যান্ড ডিভাসের কর্ণধার এনামুল হক খান (দোলন)।

সংগঠনের সর্বসম্মত সিদ্ধান্তে সায়েম সোবহান আনভীর প্রধান উপদেষ্টা ও সংগঠনের সাবেক সভাপতি উপদেষ্টা পর্ষদের সদস্য হিসেবে মনোনীত হন বলে বাজুস জানায়।

সোমবার (১৫ ডিসেম্বর) বাজুস কার্যালয়ে সংগঠনের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়। দায়িত্ব হস্তান্তর শেষে নবনির্বাচিত পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সভায় বাজুস-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রনজিত ঘোষ, ভাইস প্রেসিডেন্ট ইকবাল হোসেন চৌধুরী জুয়েল, আজাদ আহমেদ ও অভি রায় প্রমুখ বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর