Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই অভ্যুত্থানে খুনের মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ ছোট সাজ্জাদ দম্পতি

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ ডিসেম্বর ২০২৫ ১৭:৪৭ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৫ ১৯:৪৪

তালিকাভুক্ত সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও তার স্ত্রী তামান্না। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো: বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডসহ দুই মামলায় চট্টগ্রামে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও তার স্ত্রীকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাকিম মোহাম্মদ মোস্তফা এ আদেশ দিয়েছেন।

মহানগর আদালতের সহকারী পিপি রায়হানুল ওয়াজেদ চৌধুরী সারাবাংলাকে জানান, নগরীর চান্দগাঁও থানার দুই মামলায় তদন্তকারী কর্মকর্তা ছোট সাজ্জাদ ও তার স্ত্রী তামান্নাকে গ্রেফতার দেখানোর আবেদন করেছিলেন। সোমবার শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।

বর্তমানে রাজশাহী কারাগারে থাকা সাজ্জাদ এবং ফেনী কারাগারে থাকা তার স্ত্রী তামান্না ভার্চুয়ালি শুনানিতে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

জুলাই অভ্যুত্থানে চট্টগ্রামের চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় ছাত্রলীগ (বর্তমানে নিষিদ্ধ) ও যুবলীগের নেতা-কর্মীদের হামলায় ফজলে রাব্বী নিহতের ঘটনায় করা হত্যা মামলা এবং নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর বাড়ির সামনে সংঘর্ষের ঘটনায় করা মামলাসহ মোট দুটি মামলায় সাজ্জাদ ও তার স্ত্রীকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়েছিল।

সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার শিকারপুর গ্রামে। চলতি বছরের ১৫ মার্চ ঢাকার বসুন্ধরা থেকে পুলিশ সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে গ্রেফতার করে। ২৯ মার্চ নগরীর বাকলিয়া এলাকায় জোড়া খুনের একটি ঘটনার পর তার স্ত্রী শারমিন আক্তার তামান্নাকে গ্রেফতার করে পুলিশ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর