ঢাকা: রাজধানীর শাহজাহানপুর গুলবাগে লিফট মেরামতের কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে ইব্রাহিম খলিল অপু (২৫) নামে এক ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুত্বর অবস্থায় সহকর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে দুপুর ১টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মো. মারুফ জানান, শাহজাহানপুর গুলবাগ আনন্দ কানন বাসার লিফট মেরামতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন অপু। এতে সঙ্গে সঙ্গে অচেতন হয়ে পড়েন। সেখান থেকে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক জানান মারা গেছেন।
নিহতের স্ত্রী শিমু জানান, তাদের বাসা যাত্রাবাড়ী মৃধাবাড়ি এলাকায়। ইলেক্ট্রিশিয়ানের কাজ করতেন তার স্বামী। সকালে কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।