Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকার বাতাস আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ ডিসেম্বর ২০২৫ ১৩:১৮

বায়ু দূষণ। ছবি: সারাবাংলা

ঢাকা: বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় রাজধানী ঢাকা এখন শীর্ষ ১৫-এর মধ্যে রয়েছে। আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের সর্বশেষ তথ্য অনুযায়ী, ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১১৯, যা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত।

একই তালিকায় বায়ুদূষণে বর্তমানে প্রথম অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির একিউআই স্কোর ৪৬৭, যা বায়ুমান সূচক অনুযায়ী দুর্যোগপূর্ণ। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি, যেখানে একিউআই স্কোর ৩৩০, যা খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচিত।

ঢাকার পাশাপাশি দক্ষিণ এশিয়ার আরও বেশ কয়েকটি শহর মারাত্মক বায়ুদূষণের মুখে পড়েছে। তালিকায় করাচি (২১৮), কুয়েত সিটি (১৭৭), কায়রো (১৭১), কাঠমান্ডু (১৬৫), মুম্বাই (১৫৯) ও কলকাতা (১৫৬) রয়েছে। এসব শহরের বাতাসও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

বিজ্ঞাপন

বিশেষজ্ঞদের মতে, যখন একিউআই স্কোর ১০১ থেকে ১৫০-এর মধ্যে থাকে, তখন তা শিশু, বয়স্ক, গর্ভবতী নারী এবং শ্বাসকষ্ট, হৃদরোগ বা অ্যাজমায় আক্রান্ত ব্যক্তিদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এ অবস্থায় সুস্থ মানুষও দীর্ঘ সময় বাইরে থাকলে চোখে জ্বালা, কাশি, শ্বাস নিতে কষ্ট ও মাথাব্যথার মতো সমস্যায় ভুগতে পারেন।

পরিবেশবিদদের মতে, রাজধানীতে শীত মৌসুমে বায়ুদূষণ বাড়ার পেছনে প্রধান কারণগুলো হলো- ইটভাটা থেকে নির্গত ধোঁয়া, চলমান উন্নয়নকাজের ধুলাবালি, পুরোনো যানবাহনের কালো ধোঁয়া এবং শিল্পকারখানার বর্জ্য।

বর্তমান বায়ুমানের কারণে ঢাকাবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সেগুলো হলো—

  • অপ্রয়োজনে বাইরে বের হওয়া এড়িয়ে চলা
  • বাইরে গেলে মাস্ক ব্যবহার করা
  • শিশু ও বয়স্কদের দীর্ঘ সময় খোলা জায়গায় না রাখা
  • শ্বাসকষ্ট অনুভব করলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ০-৫০ হলে ভালো, ৫১-১০০ মাঝারি, ১০১-১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১-২০০ অস্বাস্থ্যকর, ২০১-৩০০ খুবই অস্বাস্থ্যকর ৩০১-এর বেশি বিপর্যয়কর।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

মাঠে গড়িয়েছে নারী ক্রিকেট লিগ
১৫ ডিসেম্বর ২০২৫ ১৫:১৩

আরো

সম্পর্কিত খবর