Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তারেকের আমজনতার দলের শুনানি আজ

‎স্টাফ করেসপন্ডেন্ট
১৫ ডিসেম্বর ২০২৫ ১০:১০

আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমান

ঢাকা: আপত্তি নিষ্পত্তি করতে সোমবার (১৫ ডিসেম্বর) আমজনতার দলের শুনানি করবে নির্বাচন কমিশন (ইসি)।

সকাল ১১টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এ উপলক্ষ্যে গতকাল নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মো. হুমায়ুন কবির, আম জনতার দলের বিরুদ্ধে আপত্তি জানানো মো. শফিকুল ইসলামকে শুনানিতে অংশগ্রহণের জন্য চিঠি দিয়েছে।

‎চিঠিতে জানানো হয়েছে, আপনি আমজনতার দলকে নিবন্ধন না দেওয়ার বিষয়ে গত ৯ ডিসেম্বর ১টি আপত্তি দাখিল করেছেন। আপনার আপত্তির প্রেক্ষিতে নির্বাচন কমিশন শুনানি করার সিদ্ধান্ত নিয়েছেন। এই অবস্থায়, আমজনতার দল’র নিবন্ধনের বিষয়ে দরখাস্তকারী ও আপত্তিকারীর সমন্বয়ে আগামী ১৫ ডিসেম্বর সকাল ১১টায় নির্বাচন কমিশন সচিবালয়ে শুনানি করা হবে। উক্ত শুনানিতে প্রয়োজনীয় দলিলাদিসহ উপস্থিত থাকার জন্য আপনাকে অনুরোধ করা হলো। উল্লেখ্য, আপনার পক্ষ থেকে আইনজীবীসহ সর্বোচ্চ ৫ জন উপস্থিত থাকতে পারবেন।

‎প্রসঙ্গত, বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, নিবন্ধন পাওয়ার শর্তপূরণ করায় তারেকের আমজনতার দলকে নিবন্ধন দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বিষয়ে কারও আপত্তি রয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার জন্য আগামী ৯ ডিসেম্বর সময় দিয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। এই নির্ধারিত সময়ে আপত্তি আসায় দলটির শুনানি করতে যাচ্ছে নির্বাচন কমিশন।

‎এর আগে, নিবন্ধন না পেয়ে ইসির সামনে আমরণ অনশন কর্মসূচি পালন করেছিলেন আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

তারেকের আমজনতার দলের শুনানি আজ
১৫ ডিসেম্বর ২০২৫ ১০:১০

ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
১৫ ডিসেম্বর ২০২৫ ০৮:২৯

আরো

সম্পর্কিত খবর