Sunday 14 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় পুণ্ড্র ইউনিভার্সিটিতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ ডিসেম্বর ২০২৫ ০০:৫৬ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৫ ০০:৫৭

বগুড়া: বগুড়ায় পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ ও বুদ্ধিজীবীদের স্মরণে নীরবতা পালন করা হয়। পরে আলোচনা ও শোক র‌্যালি অনুষ্ঠিত হয়।

রোববার (১৪ ডিসেম্বর) সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়। এরপর সকাল ৯ টায় একটি র‌্যালি উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র এর নেতৃত্বে ক্যাম্পাস প্রদক্ষিণ করে শহিদ মিনারে পুষ্পার্ঘ অপর্ণ করেন।

র‌্যালি শেষে শহিদ মিনার চত্বরে বক্তব্য দেন উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র এবং পিইউবি ট্রেজারার প্রফেসর মুহা. সুজন শাহ-ই-ফজলুল। উপাচার্য তার বক্তব্যে বলেন, ১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবীরা ছিলেন জাতির সূর্য সন্তান। এদের মেরে ফেলে বাংলাদেশকে দাবিয়ে রাখার চক্রান্ত সফল হয়নি। আমরা অদ্যাবধি আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সমুন্নত রেখেছি।

বিজ্ঞাপন

এ সময় শহিদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। র‌্যালিতে আরো উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ও ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. রফিকুল আহসান, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আহমেদ শরীফ তালুকদার, পরিচালক (অর্থ) মো. আফসার আলী এফসিএমএ, উপ-পরিচালক (জনসংযোগ ও প্রশাসন) মো. জাহেদুল আলম, সকল বিভাগীয় প্রধান, হল প্রভোস্টরা, প্রক্টর, উপদেষ্টা (ছাত্র কল্যাণ) সহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রেজিস্ট্রার ড. এস. জে. আনোয়ার জাহিদ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর