সাতক্ষীরা: পুলিশের পোশাক পরিহিত অবস্থায় জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনি পথসভায় ইসলামী সংগীত পরিবেশন করায় মহিবুল্লাহ কারী মহিবুল্লাহ নামে এক পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) সাতক্ষীরা জেলা পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বরখাস্ত মহিবুল্লাহ কারী মহিবুল্লাহ এএসআই(সশস্ত্র)/৭৩৭ বিপি-৯৪১৩১৬৯১৩৭। তিনি যশোর জেলায় কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি নড়াইল জেলায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৭ ডিসেম্বর সাতক্ষীরার কাটিয়া আমতলা মোড়ে ১ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনের মনোনীত প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেকের নির্বাচনি পথসভায় পুলিশের পোশাক পরিহিত অবস্থায় অংশ নিয়ে ইসলামী সংগীত পরিবেশন করেন।
এদিকে যশোর পুলিশ লাইন্স সূত্রে জানা যায়, মহিবুল্লাহ কারী মহিবুল্লাহ গত ২৬ নভেম্বর থেকে ১৫ দিনের (আরআরএল) ছুটিতে যান। ছুটি শেষে ১২ ডিসেম্বর কর্মস্থলে হাজির হন। কিন্তু ছুটি ভোগরত অবস্থায় নিজ বাড়ি নড়াইল জেলায় অবস্থান না করে পুলিশের পোশাক পরিহিত অবস্থায় ভিন্ন জেলা সাতক্ষীরায় এসে জামায়াতের রাজনৈতিক পথসভায় ইসলামী সংগীত পরিবেশন ও বক্তব্য দেন। যা পুলিশের পেশাদারিত্ব ও ভাব-মূর্তি ক্ষুন্ন করে।
এদিকে তার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি জানান, নির্বাচনি পথসভায় অংশ নিয়ে ইসলামী সংগীত পরিবেশন করেছেন ও বক্তব্য দিয়েছেন। বিষয়টি রেঞ্জ ডিআইজ, খুলনা ও পুলিশ সুপার, যশোরকে লিখিতভাবে জানানো হয়। পরে ওই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।