Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারাদেশে যথাযথ মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

সারাবাংলা ডেস্ক
১৪ ডিসেম্বর ২০২৫ ২৩:৩৮ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৫ ১০:২৯

ছবি কোলাজ: সারাবাংলা

সারাদেশে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২৫। দিনটি পালনে সরকারি, বেসরকারি, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিব সংগঠন নানা কর্মসূচি নিয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) সারাবাংলার ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্টদের পাঠানো প্রতিবেদনে শহিদ বুদ্ধিজীবী দিবস-

টাঙ্গাইল: দিবসটিতে সকালে টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন এবং কালো ব্যাজ ধারণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দের নেতৃত্বে একটি শোক র‌্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এর পর শহিদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে এক মিনিট নিরবতা পালন, দোয়া ও মোনাজাত করা হয়।

বিজ্ঞাপন

সকল কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার (দায়িত্বপ্রাপ্ত), হল প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক, প্রক্টর, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

রাজবাড়ী: এ উপলক্ষ্যে জেলা লোকসেড বধ্যভূমির স্মৃতিস্তম্ভে বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়। সরকারি-বেসরকারি সংস্থাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এতে অংশ নেন।

সকাল ৯টায় বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক সুলতানা আক্তার। এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ড. মো. মাহমুদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিফ-উল-হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শ্যামল চন্দ্র বসাক, (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেনসহ জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এদিকে রাজবাড়ী জেলা পুলিশের পক্ষ থেকে বধ্যভূমির স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জেলা পুলিশের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ শামসুল হক, সদর সার্কেল শাহিদুল ইসলামসহ জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

কুমিল্লা: দিবসটি উপলক্ষ্যে সকাল সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

এর আগে সকালেই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সিভিল সার্জন ডা. আলী নুর বশির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলা সদস্য সচিব জিয়াউদ্দিন রুবেল, মুক্তিযুদ্ধকালীন কমান্ডার নুরে আলম ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, টাউন হলের সদস্য সচিব সাজ্জাদ হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসনাত বাবুল, বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল, অ্যাডভোকেট গোলাম ফারুকসহ জেলার ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

ইবি: এদিন পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, শোক র‌্যালি, পুষ্পস্তবক অর্পণসহ নানা কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সকাল ১০টায় প্রশাসন ভবনের সামনে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হয়। পরে উপাচার্যের নেতৃত্বে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে একটি শোক র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় স্মৃতিসৌধে গিয়ে মিলিত হয়।

সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মনজুরুল হক। পরে জিয়া পরিষদ, ইউট্যাব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, শাখা ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, বিভিন্ন বিভাগ, হল এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

হিলি (দিনাজপুর): সকাল ​১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচন সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অশোক বিক্রম চাকমা।​সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের বিভিন্ন দফতরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যম কর্মী, এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

পিরোজপুর: এ উপলক্ষ্যে পিরোজপুর জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এদিন দুপুর ১২টায় শহিদ আব্দুর রাজ্জাক–সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে (জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ) এ সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ। সভায় সরকারি বিভিন্ন দফতরের প্রধানরা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অধ্যক্ষরা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং ছাত্র-ছাত্রী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দীন ভূঞা জনী। সভার সঞ্চালনা করেন আরডিসি মো. রুবাইয়াত ফেরদৌস।

আলোচনা সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবদুল আউয়াল, পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মামুনুর রশিদ, দুর্নীতি প্রতিরোধ কমিটি পিরোজপুরের সভাপতি, সিনিয়র সাংবাদিক মো. মুনিরুজ্জামান নাসিম আলী, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ পান্না লাল রায়, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি রেজাউল ইসলাম শামীম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আহম্মেদ শহিদুল হক চান, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মুনান, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন, বীর মুক্তিযোদ্ধার সন্তান গাজী কামরুজ্জামান শুভ্র, জুলাই যোদ্ধা আফরোজা তুলি এবং ছাত্র প্রতিনিধি মরিয়ম ইশরাত মারিয়া।

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এবারও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে। সকাল সাড়ে ৬টায় সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পতাকা উত্তোলন, সকাল আটটায় সিনেট ভবন চত্বর থেকে পদযাত্রা, সকাল ৮টা ১০ মিনিটে শহিদ বুদ্ধিজীবী স্মৃতিফলকে পুষ্পস্তবক অপর্ণ করে সব বিভাগ, ইনস্টিটিউট, হল প্রশাসন, শিক্ষক সমিতি, অফিসার সমিতি, সহায়ক কর্মচারী সমিতি, সাধারণ কর্মচারী ইউনিয়ন, পরিবহন টেকনিক্যাল কর্মচারী সমিতি, স্কুল ও অন্যান্য সংগঠন।

বিশ্ববিদ্যালয়ের শহিদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরে সকাল সোয়া ৯টায় শহিদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যদের স্মৃতিচারণা, সম্মাননা স্মারক প্রদান ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহা. মাইন উদ্দিন। আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক বীর মুক্তিযোদ্ধা প্রফেসর মো. আব্দুল লতিফ,কোষাধ্যক্ষ অধ্যাপক মো. মতিয়ার রহমান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহাবুবুর রহমান প্রমুখ।

বিজ্ঞাপন

মহান বিজয় দিবস আজ
১৬ ডিসেম্বর ২০২৫ ০০:০৮

আরো

সম্পর্কিত খবর