ঢাকা: সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষা বাহিনীর সদস্যের পরিবারের প্রতি সমবেদনা এবং আহত আটজনের দ্রুত আরোগ্য কামনা করেছে যুক্তরাজ্য।
রোববার (১৪ ডিসেম্বর) ঢাকার ব্রিটিশ হাইকমিশন এক বার্তায় বলেছে, শনিবার ( ১৩ ডিসেম্বর) সুদানে মর্মান্তিকভাবে প্রাণ হারানো ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি এবং আহত আটজনের পূর্ণ ও দ্রুত আরোগ্য কামনা করছি।
বিশ্বব্যাপী শান্তিরক্ষায় বাংলাদেশের অঙ্গীকারকে সমর্থনের ক্ষেত্রে যুক্তরাজ্য অবিচল রয়েছে বলেও বার্তায় উল্লেখ করা হয়।