বগুড়া: বগুড়া অঞ্চলের মহাসড়ক উত্তরাঞ্চলের ১১টি জেলার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সড়কটি একসময় ছিল যানজট, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ও পুলিশি হয়রানির প্রতীক। বর্তমানে সেই চিত্র অনেকটাই বদলে গেছে। ছয় লেনে সম্প্রসারিত হওয়ার পর থেকে যান চলাচল অনেকটাই নির্বিঘ্ন। সিরাজগঞ্জের চান্দাইকোনা থেকে রংপুর পর্যন্ত প্রতিদিন লাখ লাখ যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে। আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে সড়ক দুর্ঘটনাও।
জানা যায়, বর্তমানে বগুড়া রিজিয়নের হাইওয়ে পুলিশের কার্যক্রম আগের চেয়ে অনেক বেশি পেশাদার ও দায়িত্বশীল। তারা মহাসড়ক নিরাপদ রাখতে, যানজট ও দুর্ঘটনা কমাতে দায়িত্বশীল ভূমিকা পালন করছে। ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশের বিরুদ্ধে হয়রানি কিংবা অনৈতিক আচরণের অভিযোগও এখন প্রায় শূন্যের কোঠায়। বগুড়া মহাসড়কে বর্তমানে মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনা ঘটে না বললেই চলে।
তবে চালকদের অসাবধানতা, অতিরিক্ত গতি ও বেপরোয়া ওভারটেকিংয়ের কারণে ঘটছে প্রাণহানির ঘটনা। থ্রি-হুইলারের জন্য আলাদা লেন থাকলেও কিছু চালক নিয়ম অমান্য করে গতি বাড়িয়ে হাইওয়েতে উঠে পড়ছেন, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে প্রতিদিন। মূলত দূরের এলাকা থেকে আসা থ্রি-হুইলার চালকরাই ভুলবশত মহাসড়কে উঠে যান। পাশাপাশি পুরো মহাসড়কের সব লেনের কাজ এখনো সম্পূর্ণ না হওয়ায় অনেক চালক বাধ্য হয়েই মূল লেন ব্যবহার করছেন। ফলে পুলিশ ২৪ ঘণ্টা মহাসড়ক নিরাপদ রাখতে হিমশিম খাচ্ছেন।
এদিকে শীত মৌসুমে মহাসড়কে ডাকাতির প্রবণতা বাড়ার আশঙ্কায় টহল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে হাইওয়ে পুলিশ। চলতি মাসে শেরপুর ও হাটিকুমরুল হাইওয়ে এলাকায় ডাকাতির সময় চারটি ডাকাত চক্রকে গ্রেফতার করেছে পুলিশ। রাতে মহাসড়কে নিরাপত্তায় হাইওয়ে পুলিশের পাশাপাশি মহাসড়ক ও আঞ্চলিক সড়কে টহল জোরদার রেখেছে থানা পুলিশ। এছাড়া, মাদক উদ্ধারে সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশিও চালানো হচ্ছে।
পুলিশ সূত্রে জানায়, দুর্ঘটনা কমানো এবং মানুষের জীবন রক্ষায় চালক ও চালকের সহকারীসহ সাধারণ যাত্রীদের মাঝে সচেতনতা বাড়ানোর পাশাপাশি মহাসড়কের নিরাপত্তায় কাজ করে যাচ্ছে বগুড়া রিজিয়ন হাইওয়ে পুলিশ। তাদের মতে, চালকদের সচেতনতা বাড়ানো গেলে ঢাকা-বগুড়া মহাসড়ক আরও নিরাপদ ও গতিশীল হবে।
হাইওয়ে পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. শহিদ উল্লাহ জানান, মহাসড়ক নিরাপদ রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। হাইওয়ে পুলিশের পক্ষ থেকে জনসচেতনতা, ওপেন হাউজ ডে, মাইকিং, কমিউনিটি পুলিশিং, চালক হেলপার, পরিবহণ মালিক সমিতি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সভা-সেমিনার করা হচ্ছে। এ অঞ্চলের জননিরাপত্তায় আরও নতুন নতুন কর্মসূচি নেওয়া হচ্ছে।
বগুড়া হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, দুর্ঘটনা হ্রাস এবং মানুষের জীবন রক্ষায় চালক ও চালকসহকারীসহ সাধারণ যাত্রীদের মাঝে সচেতনতা বাড়ানোর পাশাপাশি মহাসড়কের নিরাপত্তায় কাজ করে যাচ্ছে হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়ন। পাঁচ জেলায় একসঙ্গে মহাসড়কের নিরাপত্তায় কাজ করে যাচ্ছে কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা। বগুড়া রিজিয়নে রাজশাহী বিভাগ ধরা হলেও কার্যক্রম আছে পাঁচটি জেলায়। জেলাগুলো হলো- বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, নাটোর ও রাজশাহী।